সময় ভালো হলে
আমিও তোমার জন্য এনে দেবো শরতের কাশফুল
আনন্দ আয়োজন করবো ফুলেল লাল বাগিচা।
সময় ভালো হলে
আমিও অনিন্দ্য কবিতা লিখে তোমাকে দেবো উপহার
কবি হয়ে লিখতেই থাকবো শুধু তোমার জন্য কবিতা।
সময় ভালো হলে
আমিও কৃষক হবো
ফলাব ফসল তুমি না হয় হবে কৃষাণী।
সময় ভালো হলে
আমিও ঘুচাব  অন্ধকার
যে অন্ধকার আমাদের বুকের ভেতর চেপে বসে আছে।