আরো কিছু সময় চলে যায়
নিভে যায় চাঁদের আলো
একটা কালো মেঘ বিস্তার করে তার সমস্ত আধিপত্য।
সময় উপযোগী মানুষ দরকার
সমুদ্রসম হৃদয় যার
কালো অন্ধকারে লুকিয়ে যায়
যেমন তুমিও ঠিক সেইভাবে লুকিয়ে ছিলে জীবন থেকে!
আরো কিছু সময় চলে যায়
যেমন তুমিও চলে গিয়েছিলে
সমস্ত সময় ভুলে;
সুখময় স্বস্তিতে ছিলোনা সুখময় দিন
এসেছিলে নিরবচ্ছিন্ন ভাবে জয় করতে সুখ কিংবা দুখে
থাকবে আমারই
সময় চলে যায় আরো কিছু সময় চলে গেল।