অসময়ে আসে শুভময় দিন;
যখন আসার সময় তখনতো আসেনি!
যে সময় সুসময়ের আমার
ভীষণ দরকার ছিল;
আসবে বলে আসেনি।


কতগুলো দিন চলে গেল জীবন থেকে
আমি অপেক্ষায় থাকি শুভময় দিনের জন্য,
তোমার জন্য নীলাঞ্জনা!
তুমিই বলেছিলে
অপেক্ষা নাকি স্বপ্ন দেখায়!
অপেক্ষা থেকে আর কত অপেক্ষায়
থাকব বলতে পার?


জীবন বসন্তে আসে স্বপ্ন রাত জাগানিয়া
তবুও অপেক্ষা
যে স্বপ্ন আমাদের নিয়ে যায়
অতল গহবরে!


আজ আর কোন চাওয়া নেই
যখন তোমার খুবই প্রয়োজন ছিল
তুমি তখন এলেই না!
অপেক্ষায় রেখে কি লাভ বলো?



সম্পাদনা
_________
৷৷  সুন্দরম
(একটি সৃজনশীল শিল্প মাধ্যম)
গোশালা রোড,
লালমনিরহাট-৫৫০০
বিকেলঃ ৫টা ৪৫ মিঃ