অরিন্দম
লুকিয়ে থেকে জীবনকে যদি জয় করা যেত
যদি অবিরাম দুঃখ ভুলে অবিনাশী প্রেমে আবার ভিজিয়ে দিতে সমস্ত বসন্ত বৃষ্টিতে।


প্রশান্তি ছুঁয়ে দিত আবেশিত
ভালোবাসায় তবে তুমি কবি এটা মেনে নিতাম সত্যিই তুমি কবি।


ভালোবাসার যদি পরাজয় বরণ
করতে না হত;
তবে আমিও নতুন কোন বিরহী
কোকিল হতাম
গাইতাম গান বিরহী কোকিল সেজে।


মাধবকুণ্ড ঝর্নার জলে তুমি আর আমি অবিরত স্নানে
কতনা আমোদে
সবুজ ভালোবাসা আছে এনে দিত
ফেলে আসা আমাদের সেই
প্রথম দেখার ছলনাময়
কি দারুণ হত অরিন্দম।


তুমি কবি আমার সমস্ত চেতনায়
অবিনাশী সংগ্রামী যুবক হয়ে
যদি করে দিতে পারতাম তোমার
সমস্ত চাওয়াগুলো।


কবিরা বলেন 'সংগ্রামই সত্য
সংগ্রামই সুন্দর'
আমি সেই কবিদের মত
সংগ্রামী হতে চাই।


অনিষ্ঠাশঙ্কা দূরে যদি এনে দিতে সেই সংগ্রাম তবে নিশ্চয়ই সুখি ভেবে
তোমাকে জড়িয়ে এনে দিতাম বিপ্লব;
বিপ্লবী হয়ে যেতে চাই শুধুই বিপ্লব।


তোমাকে মেনে নিয়ে চলে
যেতাম সংগ্রামে
যে সংগ্রাম ঘুচিয়ে দিত
অবিনাশী সব চাওয়া পাওয়া
সুখি আর সুখ অনুভবে আমিও
জয়ী হব অরিন্দম।


সাম্যের চির আনন্দে
আনন্দ আর হাসিমাখা
সেইদিন দূরে কি কবি অরিন্দম??
সত্যিই আসবে সেইসব দিন
মিলনমেলায় মিলিত হবে অরিন্দম সুনন্দিতা।



♥♥♥
সাপটানা সড়ক, বাহাদুর মোড়
লালমনিরহাট।
১৮.০৭.২০২০