প্রিয়তা,
কার জন্য অপেক্ষায় রইলে
যে অপেক্ষা তোমার অনন্তকাল!
অবিনাশী ভালোবাসা তোমার জন্য রেখেছিল কি!
ভালোবাসার তুমি কি পরাজিত হয়েছিল?
ভালোবাসলে পরাজিত হতে হয়।


সেখানে স্বপ্ন এসে দেখা দিল চুপিচুপি;
তুমি কি সেই স্বপ্নের পথে হেটে ছিলে প্রিয়তম?
অনন্তকাল অপেক্ষায় রেখে স্বপ্ন কি সত্যিই আসে ভালোবাসার কাছে!
জীবনকে জয় কর অবিনাশী ভালোবাসায় তবেই আসে প্রেম জীবন জয়ের গানে।


প্রথম স্বপ্ন দেখাতে
শেখাটাও নিশ্চয়ই জরুরি ছিলে সেটি নিশ্চয়ই তুমিও অপরাজিত হতে চাইতেনা বলে
স্বপ্ন চেয়ে আলিঙ্গনে রেখেছিলে প্রেমপ্রীতিতে যে তোমার স্বপ্ন বেধেছিল স্বপ্ন বলতে গেলে রঙিন স্বপ্ন
ভালোবাসায় বিশ্বাসে আর জীবন জয়ের গানে।


আজ আর নতুন কোন প্রশ্নের জন্ম হবে সেও তোমাকেই ভেবে দেখতে হবে;
তাও তুমি কি সেদিন ভেবে দেখনি?


ভালোবাসলে পরাজিত হবে ভালোবাসার কাছে জীবনের কাছে এটাই চিরন্তন সত্য
যে সত্যের মাঝে লুকিয়ে থাকে মানুষের অস্তিত্ব।


তুমি যে রাতে স্বপ্নে বেধেছিলে তোমারি আপনজনকে প্রিয়স্বজনকে প্রিয়স্বজনকে-
সে আজ পরবাসি হয়তো জীবন থেকে
কিংবা দেশ থেকে!


শরতের কাশফুল ভেবে যদি তাকে আগলিয়ে রেখে দিতে চাও সেও ছিল ভুল! শরতের ফুল সারাজীবন রাখে কি করে ভেবে কি দেখেছিলে?