স্বপ্ন আর স্বপ্নের মানুষ কবির কবিতা


সালমা লাবনি'র জন্য কবিতা


উৎসর্গ: মুক্তি প্রসাদ


জীবন এবং জীবিকা এর মধ্য তুমি আর কবি অনেকাংশ সময় বেয় করে প্রতিদিন
মানুষ স্বপ্ন দেখে স্বপ্নের পথে হেঁটে যায় অবিরাম।
তুমি মানুষ স্বপ্ন এসে তোমাকেই জানায় স্বাগতম
এখান আছে জীবন জীবিকা আছে স্বজন, প্রিয়জন
প্রিয়তম পিতা মমতাময়ী মা...
ভাইবোন আপনজন এই মিলেই জীবনসংগ্রাম যেখানে কবি আগেই থেকে আছে!
কবির কবিতায় আছে জীবনবোধ, মানবতা আর সশস্ত্র সাহস কবি পেয়েছেন একাত্তরের চেতনা থেকে।
সংগ্রামই সত্য! সংগ্রামী-ই যুদ্ধ আসে মুক্তি যে মুক্তির সাধ জাতিরপিতা আমাদের সবাইকেই রক্তের কণিকারূপে রক্তেই মিসে আছে শতশত বছর আগে থেকে;
স্বপ্ন আছে কবি আছে! স্বপ্ন আছে তুমি আছ! স্বপ্ন আছে যার তার জন্যও বিপ্লব আছে।
মানুষ হয়ে মানুষের কাছে ছুটে যায় কবির কবিতা
কবি হয়ে উঠে সাম্যবাদী,
বিপ্লব আছে তোমার চোখেমুখে এখন তুমিই বিপ্লব আর  বিপ্লবের জন্য কবি পথের শেষে এখনো অপেক্ষায় আছে।