(প্রিয়কবি কনক লতা'কে নিবেদন)


তুমি যেখানে একা
কেউ কি বলেছিল?
আছি স্বপ্ন এবং বিশ্বাসে
যে স্বপ্ন তুমিই প্রথম
দেখিয়েছিলে সুনন্দিতা
নীলাভ নয় প্রগাঢ়!
ভালোলাগা
সে এক অনাবিল পাওয়া,
ভালোবাসা প্রগাঢ়তায়
ছুঁয়ে দেয় আনন্দ
আসে বিশ্বাস
তোমাকে সমস্ত জয়ে।


আছি স্বপ্ন এবং বিশ্বাসে-
"তোমাকে ভালবাসি"
এটা নাকি বড় মিথ্যা কথা?
একথা কবি কেন
কেউই বিশ্বাস করেনি
কোনদিন আর করবেওনা,
এই ভেবে ভীষণ কষ্ট হয়।


ভালোবাসায় লুকায়িত
অনন্ত পথ
এখানে কেউ পথিক হেটে যায়
আর শেষ দিন শেষ সময় প্রযত্ন,
স্বপ্নাবিষ্ট গানে থাকে
প্রাণের উচ্ছাস,
যার প্রাণ নেই
সে কি করে ভালো বাসবে?


ভালোবাসা
ছুঁয়ে যাওয়া মনে?
যদি স্বপ্ন নাইই থাকে,
যদি ছুঁয়ে না দেখো মন প্রাণ
চিবুক, ওষ্ঠদ্বয় গাঢ় চুম্বনে-
শরীরের নোনাজল
মিছে ফেলে ভালোবাসা ছুঁয়েছিল
সেটা নিশ্চয়ই ভালোবাসা
বলেনি কোন মানুষ আর প্রকৃতি।


দেখেছিলে শেষ রাতে
স্বপ্নিল স্বপ্ন;
তবে বৃষ্টি কেন ছুঁয়ে ছিল রাত
রিমঝিম শব্দে?
কেন কাঁপিয়ে ছিল
তোমার হৃদয় মন্দির সুনন্দিতা!
যে স্বপ্নিল স্বপ্ন
এখনো তাড়িয়ে বেড়ায় অজুত স্বপ্নে।।




........♥...
সম্পাদনা
সাপটানা সড়ক,
বাহাদুর মোড়
লালমনিরহাট।
০৩.০৭.২০২০