রক্তক্ষরণ যখন মস্তিষ্কে
শরীর কি আর থাকে শরীরে! লুকায়িত মন এখনো স্বপ্নিল যে, স্বপ্নময় ঘোর এখনো
যায় শিরায় উপশিরায় তোমার উপশিরোনামে।
এই পথ-
যে পথে প্রকৃত মানুষে জীবনকে জয় করে নিদারুণ উপভোগে
স্বপ্নকে ধরতে জীবন এবং সংগ্রামে আত্মনিয়োগ করে রাত থেকে দিন।
স্বপ্নময় দিন এখানে স্বপ্নে জালে বন্দি করে তার চেতনা!
পেছন থেকে চেপে ধরে প্রগাঢ় অন্ধকার
এগুতে চায় মানুষ এগোয় স্বপ্ন পথ থেকে পথে।
রক্তক্ষরণ যখন মস্তিষ্কে
শরীর কি আর থাকে শরীরে!
প্রগতির চাকা তবুও চলে, চলে আপন মহিমাময়
মানুষ এগোয় স্বপ্নে চেতনায় পথ থেকে পথে।