রাগ করে কথা বলে আপনজন,
শুনে কবি বলে এ কেমন
আচরণ।
আপনকে কর পর তুমি
কেমন মহাজন, কে তোমায়
দিলো ঘর, দোষী কর কারে?
রাগ যদি থাকে অভিমানে
রাখ হৃদয়ে লুকিয়ে।
কবি ভাবে তাকে নিয়ে
সে কি ছিল আমার পর?
যদি যেতে চাও চলে যাও
যে প্রান্তে তোমার ভালো
দিন কাটে।
আঁধারে মুখ তোমার দেখায়
শুধু কালো, সে দিন
কবি বেসেছিল ভালো।
নদী তার গল্প রাখে লুকিয়ে
কতযে বিরহ জলের অতলে
স্বপ্ন জলাভূমি নীলের
তটে।