জীবন কী থেমে থাকে?
প্রশ্নের জন্ম হয় প্রতিনিয়ত কিন্তু উত্তর জানা নেই যদিও থেকে থেকে আসে চাওয়া পাওয়া
আসে লুকায়িত কামনা শরীরের প্রতিটি ভাজে ভাজে।


তবুও ছুটে জীবন নদীর মতো চলমান জীবন এখানে থেমে থেমে হয় প্রবাহিত থমকে যাওয়া এই ছুটে চলা সবই জীবনের এক একটি অংশ।


নদীর মতো চলমান জীবনে এখানে তবুও ছুটে যায় মানুষ স্বপ্নের পথে স্বপ্ন এবং বাস্তবতায় আসে প্রেম বিরহ থাকে জীবন জয়ের গান সেখানে তুমিও থাকো।


স্বপ্ন সুখ তোমাকে আবিষ্কার কবিতার মতো উচ্চারিত সত্য এবং সুন্দরে এগিয়ে চলে জীবন তবুও ছুটে চলে মানুষ আর এগিয়ে চলে জীবন জয়ের গান।