মাঝে মাঝে নিজেকেই লুকিয়ে রাখি পূর্ণিমা যেমন লুকায় অমাবস্যায়, সেভাবেই লুকিয়ে কি লুকিয়ে থাকা যায়!
যদি বলি এই আমি লুকাই শুধুই
তোমার সীমানা থেকে, লুকিয়ে থেকে যদি নিজেকে আবিষ্কার করা যায়।
যখন নিজেকে আবিষ্কার করি তোমার অনুযোগে তখনতো লুকিয়ে যাওয়াটাই শ্রেয়, প্রাণবন্ত দিন সোনালী স্বপ্নগুলো ফিকে হলে মিছে হয় জীবন,  লোকালয় থেকে অনেক দূরে একা শুধুই একা লুকিয়ে থাকি তোমার সীমানা থেকে।
মিছে স্বপ্ন মিছে ভালোবাসা মিথ্যে আশায় রাত জাগা পাখি হয়ে আর যাই হোক না কেন স্বপঞ্চূড়ায় উঠা যায় কি? তুমিতো অভিমানী অভিযোগ অনুযোগে বন্দি রাখো নিজেকে যেমন অমাবস্যায় গিলে খাওয়া চাঁদ অন্ধকারই সাজিয়ে রাখা স্বপ্ন দেখিয়েই সাজাও বাসর।