স্বপ্নহীন প্রহর -
তোমাকে খুঁজি চতুর্পাশে
সাঁঝের আকাশে,
বুলবুলি তুমি গেয়েছিলে গান
জানালার কার্নিশে।
উড়তে থাকা সোনালী ঈগল
রাতের আকাশে,
তুমি ছাড়া বড়ো অসহায়
একা আমি।
সুনীল আকাশ হয়ে উঠে
রক্তাক্ত,
তোমাকে ছুঁতে গিয়ে দেখি
শূণ্যতা এক আকাশ।
তোমাকে ভালোবাসার পর
আর কিছু নেই ভালোবাসার
মতো।
শ্বাসকষ্টের ধকলে ভেসে উঠে
নেপথ্যে দৃশ্যটি,
মানুষ ছুটে চিরকাল
অস্তাচলের পথে।
আমিও ছুটছি দ্রুত অস্তাচলের
আঙিনা পাণে,
দাঁড়ালে হাসিমুখে অসংখ্য
কিংকর্তব্যবিমূঢ় ছবি হয়ে।
কেন এমন অনল শিরায়
শিরায়,
হয়ে উঠে সন্ন্যাসী।
কাঁপে স্বত্বার ভিত
কি করে বলি তুমি নেই
তাই হৃদয়ে জ্বলে শোকাগ্নি।
নীল আকাশ মিশেছিল
শরীরে,
হঠাৎ হারিয়ে গেল
আবরণ যদি হারিয়ে যায়
শরীর কি বাঁচে বল?