(কবি পাপিয়া আক্তার'র কবিতা পড়ে)


অন্তরতর অন্তরতলে
স্পর্শে অনুভুতির জন্ম হলে
পুলোকিত মন জাগায় প্রগাঢ়তা রক্তে
কামাক্ত্ব ঘামে ভেজে শরীর
যদিও বসন্তের বিরহী বাতাসে
এলোমেলো হয় নিমগ্রতা!


শুধুই অনুভবে কাছে এসে
কবির কামাক্ত্ব ঘামে ভেজাও যদি
শুধুই কবিতার কাগজ
তবে পুড়বে মন পুড়বে প্রগাঢ়তা
কবি হবে পরাজিত বিশ্বাসে অনুভুতিতে।


অনুভবে যদি রাখবে চোখ চোখে
তবে কাছে আসবে কখন?
পরাজিত হবে কখন ভালোবাসার কাছে?
কখন লিখবে কবি-
'তোমার চোখের দিকে তাঁকালে
আমার হৃদ স্পন্দন বেড়ে যায়,
রাতে ঘুমাতে পারিনা
যদি বলি শুধু আকাশের দিকে তাঁকিয়ে থাকি!"


স্পর্শে অনুভুতির জন্ম হলে পুলকিত হয় মন
অজানা শিহরণ জাগায় শরীরে,লোপায়িত জল ঝরে কামনায়। সামনে এসে দাঁড়ায় তখন -
শুধুই প্রেম আর প্রেম।।


শুধু অনুভবে নয় প্রিয়তমা
এসো আছে হৃদয়ের খুব কাছে স্পর্শে প্রগাঢ় ভালোবাসায় জয় কর সমস্ত আমার অনুভুতির অনুভুত
থেমে যাবে ঝড়
যে ঝড় তুমিই এতকাল সৃষ্টি করেছিলে প্রগাঢ়তা যা তুমিই  সৃষ্টি করেছিলে।