সুভাষীণি-৪


তোমার বসন্ত আসে শুভময় অনুভূতি নিয়ে আসে প্রগাঢ়ভাবে প্রেমবতী যুবতী
কবিও বসন্ত অনুভব করে হৃদয় কোনে-
হাসে  চাঁদ রাত শুভমুহুর্ত উপভোগে
অনাবিল ভালোলাগায় জয় করে তোমাকে।
ভালোলাগা আর ভালোবাসা মানুষের জীবনে সুখময় স্পর্শ পায় তখনই মানুষ খুঁজে নেয় আপনজনকে পরম ভালোবাসাযুক্ত সুভাষিত ঘ্রাণে জয়ি হয় মানুষ মানুষের কাছে।
কবি আজ প্রথম সকাল দেখেছিল তোমারি স্পর্শ অনুভব করে প্রভাতি গানে সুরে সুর মিলিয়েছিল ছিল তাতে আশা ছিল তখন বিশ্বাসী বাতাস চারপাশে হয়তো কবিও শেষ রাতে দেখেছিল সাহসী স্বপ্ন! যা তুমিই কবিকে ভালোবেসে স্বপ্নের জাল বুনতে শিখিয়েছিলে সুভাষীণী;


Your spring comes with a good feeling when it comes to a well-meaning feeling young woman with a lot of love
The poet feels the spring,
Laughing moon night is a good evening
You win with an unlimited love
Love and love got a happy touch in people's lives only when people found Aponjon's victory in a purely love-friendly scent, to the people.
The poet saw the first morning in the morning, feeling your touch melodiously sounded in the morning, there was hope in that around the believer winds, maybe the poet saw the last night as a brave dream! You used to teach the poem to love the poem;