নিজেকে তুচ্ছ ভেবে দেখে লাভ কি বলো?
সুন্দর তুমি অনিন্দ্য প্রকাশে সব সুন্দর কি চোখে দেখা যায় বলো;
অনিন্দ্য সুন্দরে পরাজিত হয়েছি আমিই জানি তোমার সুন্দর কোথায় লুকিয়ে থাকে।
তোমার সুন্দরের কাছে নিবেদন করি আমার সমস্ত
ভালোবেসে আমায় গ্রহণ করো হে দেবী হে প্রিয়তমা
আমিও পরাজিত হতে চাই তোমার ভালোবাসার আছে।
প্রেম ও কবিতা মধ্যে একটা যোগসূত্র খুঁজে দেখি তোমাকে আবিষ্কার করি নতুন কোন কবিতার মতো
ভালোবেসে আমায় গ্রহণ করো।
তোমার সুন্দরে পরাজিত হলাম খুঁজে পেলাম অবিনাশী কবিতা মতো প্রেম গভীরতা উপলব্ধি করে-
হে সুন্দর হে দেবী
গ্রহণ করো আমি প্রেমিক পুরুষ তোমার।