সুনন্দিনী,
স্পর্শে অনুভুতির জন্ম হলে এখানে পরাজিত হয় ভালোবাসায় কাছে
পুলকিত হয় মন অন্যরকম চাওয়া পাওয়া চমকে উঠে।


সুনন্দিনী,
অজানা শিহরণ জাগায় শরীরের প্রতিটি ভাজে
প্রশান্তির কামনায় ঝরে পরে ভালোবাসা
যেন কুমারীর হাতে বিছানো বকুল ফুলের মালা!


সুনন্দনী,
জয়ী হবে যদি পরাজয় মেনে ছুঁয়ে দেখো রক্তমাখা তিলক!
আবেশে জড়ায়ে
শরীর দিয়ে পরে রক্তাক্ত ঘাম
নোনাজল
ভালোবাসার এক সমুদ্র মাঝে
প্রেমিক প্রেমিকা থাকে আর কতক্ষণ।


সুনন্দিনী
ছুঁয়ে যায় ছুঁয়ে দেয় অনন্তকাল প্রেমপ্রীতি
তবুও বল
পরাজিত হলে
জয়ী তোমাদের ভালোবাসা;
এসো বাইড়ে এসো দেখো দিবসের প্রথম সূর্য ডাকে
অবিনশ্বর ভালোবাসায়।



সম্পদনা
---------
সুন্দরম,
গোশালা রোড,
লালমনিরহাট-৫৫০
২৪.০৮.২০২০