এখন আর চোখে দেখিনা সুনন্দিতা
চোখের উপর বেঁধে দিয়েছি সাতপট্টি কাপড়
আজন্ম অন্ধ না হয়েও আজ আমি অন্ধ
এখন আর চোখে দেখিনা দেখতেও চাইনা কোন দিন।


অন্ধ থাকতেই ভাল লাগছে হয়তো ভালই আছি
রাতে ঘুম আসেনা সারারাত ঘুম আসেনা
চোখ বন্ধ হলেই ভেসে উঠে রক্তাক্ত একাত্তর
ত্রিশ লক্ষ প্রাণ- -দু'লক্ষ মা বোনের সম্ভ্রম
আমারই প্রিয়তম পিতার ক্ষতবিক্ষত লাশ
কোথায়  বিশ্ব মানবতা, জাতিসংঘ, বিশ্বমানবতা !
একজন হন্তারকের ফাঁসির আদেশে-
যখন জেগে ওঠে তথাকথিত বিশ্ব মানবতা
তখনতো আমার আজন্ম অন্ধ হতে ইচ্ছে করে সুনন্দিতা!


চোখ বন্ধ হলে ভেসে উঠে নব্বই'এর ছাত্র আন্দোলন
রাউফুন বসুনিয়া-ডাঃ মিলিন-দীপালি সাহা আর শতশত শহিদ
তাঁদের পিতা মাতার আত্মচিৎকার
কিংবা শাহবাগ প্রজন্ম চত্ত্বর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
রুপসা থেকে পাথড়িয়া
জেগে থাকে রাত ভোর
প্রজন্ম থেকে প্রজন্মে।


এখন আর চোখে দেখিনা সুনন্দিতা
চোখের উপর বেঁধে দিয়েছি সাত পট্টি কাপড়
আজন্ম অন্ধ না হয়েও আজ আমি অন্ধ।।