তুমি কি আসবে সুনন্দিতা আমার ভাঙ্গা ঘরে?
আমার ভাঙ্গা ঘরের চাল দিয়ে দিনের সূর্য অার রাতের চাঁদের আলো এসে পরে
আকাশের দিকে তাঁকালেই দেখবে দিনে সূর্য রাতের চাঁদ
নিম্নমধ্যবিত্ত সংসার আমার কোথাও হয়তো আলো নেই
নেই ঘরে আলো জ্বালাবার লন্ঠনও..!
বৃষ্টি এলে ভিজে যায় সোবার জায়গাটাও
শীতে গায়ে জড়ানোর কাঁথা আছে সেটাও ছেঁড়া
চাল নেই চুলো নেই
শুধু নেই আর নেই;
এরকম সময়কে সঙ্গি করে আমার দিন যায় আসে রাত
চলে যায় মাস যায় বছর
আমি এরকমভাবে বেঁচে আছি
তুমি কি আসবে সুনন্দিতা?
আমার ভাঙ্গা ঘরে আলোহিন অন্ধকারে!!