সুনন্দিতা,
বললে তুমি অপেক্ষায় থাক,
অপেক্ষা নাকি স্বপ্ন দেখায়?
কার জন্য অপেক্ষায় রইলে
তোমার অপেক্ষায় সে কি ছিল
যে অপেক্ষা তোমার অনন্তকাল!
ভালোবাসা ছিল কি প্রগাঢ় আপন করে নিয়েছিল
অবিনাশী প্রেমে কিংবা ভালোবাসা তোমার জন্য রেখেছিল কি?
যে অপেক্ষা দেখিয়েছিল স্বপ্ন প্রগাঢ় অনিন্দ্য প্রকাশে।


সুনন্দিতা,
ভালোবাসার কাছে তুমি কি পরাজিত হয়েছিল সুনন্দিতা?
সেখানে স্বপ্ন এসে দেখা দিল চুপিচুপি;
জীবনকে উপভোগে!
তোমার স্বপ্নে সেওকি স্বপ্নে রাঙিয়েছিল তার স্বপ্ন
যার পথ ধরে এগিয়েছে অবিনাশী প্রেম
মানবপ্রেমে।


সুনন্দিতা,
"জীবনের জয় হোক"
বলেছিল গুণীজন
আত্মপ্রত্যয় এখানে জয় করেছিল মানবতার প্রেম কিংবা জয় করেছিল তোমার অস্তিত্ব?
খুঁজে দেখ নিজের ভাগ্যদেবতাকে
তুমিই সে দেবতাকে সত্যি বড়ো বেশি ভালোবেসেছিলে।।




-------------------
সম্পাদনা
সুন্দরম
গোশালা রোড,
লালমনিরহাট-৫৫০০
১০.০৯.২০২০