সুনন্দিতা-
উদাস নয়! নয় উদাসী
তবুও স্বপ্ন দেখুক মন
অবিনাশী জীবন  জয়ের গানে
আসুক শান্তি প্রগাঢ়ভাবে
সাম্যের চির আনন্দে-
আসুক ফিরে দিন অবিনাশী
মানবপ্রেমে স্বপ্ন আসুক
আনন্দ আর হাসিমাখা শুভদিনে।


সুনন্দিতা-
অনন্ত প্রেমে তুমিও এসো
যে প্রেম শুধু নিজের করে ভাবায় না
যে প্রেম আনে মানবপ্রীতি
বিপ্লব করে রক্তে--
প্রেমস্পর্শে কামনা নয়
নয় যৌবিকতা
শরীরে শরীরে আনন্দ উল্লাস নয়।


সুনন্দিতা-
পরাজিত হতে হয়
তুমিও হও পরাজিত
একটু মাখো কাদামাটি জলে
আত্মাজল ছুঁয়ে
বিপ্লবে আনো মন
উদাস নয়! নয় উদাসী
এসো প্রাণপ্রিয় সখি শ্রাবণের
এই বৃষ্টিস্নাত দিনে ভেজাও
শরীর আর মন।


সুনন্দিতা-
যেখানে অবধারিত শ্লোগানে
কল্যাণে,
মানবপপ্রীতিতে,
অবিনাশী প্রেমে মাখো মন
হয়ে হয়ে উঠো বিপ্লবী।