সুনন্দিতা
আজই প্রথম তোমার সাথে কথা;
মনে হল অনেকদিনের চেনা তুমি!
তোমার কণ্ঠ,
তোমার শুদ্ধ উচ্চারণে একটি
অনবদ্য প্রচেষ্টা জীবনকে জয়ের
অসাধারণ তুমি এবং তোমার কণ্ঠ।


নদীর মতো চলমান জীবনে
নিজেকে কখনো মনে হবে তুমি পরাজিত কিংবা পরাজয় তোমার কপালে ললাটে লেখা আছে অবিনাশী ভাগ্যরেখায় শুধুই পরাজয়!
মিথ্যে তোমার ভাবনা!
পরাজয় বলে কিছু নেই
মানুষ পরাজয় মেনে নিয়েছিল কী?
জীবনকে উপভোগে
জীবনকে জয় করবার অদম্য ইচ্ছা
শেষ হয়নি কোন কালে,
কোনদিন...
তুমিও নিশ্চয়ই পরাজিত হওনি।


ভেবে দেখ
তুমি যা ফেলে এসেছো সেটি নিশ্চয়ই পরাজয় নয়!
পরাজিত হলে লজ্জা পেত মানুষ
দেখতো না জয়
জীবনের সুখ
স্বপ্ন
বিশ্বাস
এই নিয়েই জীবন আর জীবননদী।


ধমকে গেলে কখনো ভেংগে পরনা
এগিয়ে যাও সামনে
পেছনে ফিরে
তাকিয়না কোনদিন
তাহলে সময়ের যাঁতাকলে পেছয়ে পড়া কোন ছবি
চোখ বন্ধ করে দেখো
একটু না হয় ভাবলে তাতে ক্ষতি নেই
নেই তার কোন পরাজয়।


তুমি জয়ী হও হে সুনন্দিতা
বিশ্বাসে আনো প্রগাঢ় স্বপ্ন
তবেইনা জয়ী হবে তুমি আর
জয়ী হবে মানুষ
জীবন জয়ের
মহাসংগ্রাম।।



----
০৮.০৮.২০২০
কাঁঠালিয়া, ডুমুরিয়া
খুলনা।
অসমাপ্ত