সুনন্দিতা-
তুমি কেন কষ্ট পাও আমিতো ভেবেই পাইনা
কোন কষ্ট দিয়ে দেয় আমার কবিতা।


আমার কবিতা শুধুই তোমার জন্য নিয়
আমার কবিতায় আছে শান্তির বার্তা
শিশির সিক্ত জমির মতো কোমল এবং প্রশান্তির বৃষ্টির মতো অবিরত
যার জন্য অপেক্ষায় থাকে সবাই।


তুমি কেন কষ্ট পাও আমিতো ভেবেই পাইনা কোন কষ্ট দিয়েছিল আমার কবিতা সুনন্দিতা!


কবিতা কখনো কষ্ট দেয়নি তুমিই মিথ্যা কষ্ট অনুভব করছো বারংবার
কবিতা কাউকেই কষ্ট দেয়নি একথা জানিয়ে দিলাম দৃঢ়ভাবে
তবে কবিতা কখনো বিপ্লব আনতে পারে
পারে জ্বালাতে সব অনাচার আত্মম্ভরিতা থেকে মুক্তি দিতে।


তুমি কেন কষ্ট পাও আমিতো ভেবেই পাইনা কোন কষ্ট দিয়েছিল আমার কবিতা সুনন্দিতা!


কবি ও কবিতা কখনো শান্তির নিঃশ্বাস হয়ে যায়না
হয়না নিঃশেষ
অগ্নির মুখে প্রতিবাদী
জড়ায় লাল টকটকে রক্ত।


তুমি কেন কষ্ট পাও আমিতো ভেবেই পাইনা কোন কষ্ট দিয়েছিল আমার কবিতা সুনন্দিতা!