এক.
জীবনকে জয় করবো বলে হাতে নিয়েছি লাঙ্গল
ফসল ফলিয়েছি, হাসি এনেছি কিষাণীর মুখে
আমি কৃষক!
কারণ আমার প্রিয়তম পিতা তিনিও কৃষক ছিলেন।


দুই.
যদি বলি নাই বা হলাম তোমার সুখের সঙ্গী
নাই বা দিলে মুঠো মুঠো রোদ
চেয়েছি জাগাতে চেতনা বিপ্লবে সাম্যে;
প্রগতির অগ্রভাগে যেতে হবেনা
তুমি বাধা দেবে!
দাওনা!
প্রগতির আলো কি করে
সূর্য আটকিয়ে ফেলা যায়?
সে নিশ্চয়ই তোমার জানা নেই।

তিন.
শত বছর হাজার বছরের
ইতিহাসের অনম্য পথ ছিল সংগ্রামী
সংগ্রামের মধ্যদিয়ে জয়ী
মানুষ,
সংস্কৃতি,
ইতিহাসের আদিপর্ব বড় কঠিন
এখানে কেউ অপরাজিত নয়
পিচ্ছিল কাঁদায় পরিপূর্ণ হেটে চলাই সংগ্রাম।


চার.
যদি তুমি সূর্যকে ঢেকে দেবে ভেবে থাক;
তবে মূর্খ তুমি
সূর্যকে আটকিয়ে ফেলা সেতো সহজ কথা নয়
একটা হৃদয় চাই
চাই একটা সুন্দর স্বপ্ন
সাথে বিপ্লবী মন
বড়ো বেশি আয়োজন প্রয়োজন নেই
সূর্য আলো দেবেই
সে যতই অন্ধকার হউক।


পাঁচ.
তুমি অবিনাশী প্রেমে যেমন জয়ী চাও
সংগ্রামে এসো
এসো সাহসী স্বপ্নের মানুষের মতো
সংগ্রামই সত্য
অবিনাশী প্রেমে এখানে লুকায়িত।


ছয়.
এসো নবীন এসো
হও দেশমাতৃকার প্রেমিক
এই মাটি আমাদের মা
এই বাংলা মায়ের হে বিপ্লবী মানুষ
অন্ধত্ব বরণ করোনা
ইতিহাস দেখ
শিক্ষা নাও
এই ইতিহাসে লেখা আছে
বাঙলা বাঙালীর বিবর্তন
একদিনে হয়নি
সব অর্জন এসেছে
সংগ্রামে বিপ্লবে
তুমি বিপ্লবী হও
দেশমাতৃকার প্রয়োজনে-
আলো যে আসছে, আসবে
আলো ঘুচাতে অন্ধকার।


১৭.১২.২০২০
পুরানা পল্টন,
ঢাকা