এখনো ভালোবাসা আছে বলেই মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নিল রাতে স্বপ্নের বীজ বপন করে প্রগাঢ়ভাবে চিরন্তন বিশ্বাসে।
ভালোবাসা আছে বলেই তুমিও গান গাও অবিনাশী গান।
যে রাতে প্রথম স্বপ্ন দেখেছিল মানুষ সে রাতে ভালোবাসাকে জয় করবার অদম্য ইচ্ছা জাগায় চেতনায় বিবেকে...
তাই কাছে এসেছে দিন শুভমঙ্গল বার্তা নিয়ে হাতে ভালোবাসাযুক্ত নোনাজলে পাণ করে সমস্ত ভালোবাসাকে।
তুমি কোন গানে এনেছিলে প্রাণ কবির কবিতায় কাব্যে আর জীবনকে উপভোগে;
প্রবাসী জীবনে প্রাণ বলেই তুমিও গানে এনেছিলে স্বপ্ন আর সবুজময় স্বপ্ন।অ
অরিন্দম কবি হতে চাইলে সুনন্দিতা আসে সাহসী স্বপ্নে কখনো হয়ে যায় প্রমিকপুরুষ তোমারি প্রেমে!


Since there is still love, people dream of dreaming, dreaming at night, sowing dreams of seeds and passionately in perpetual faith.
Because of love you also sing uninterrupted songs
The night in which the first dream was seen, the desire to win love at night awakens the consciousness of consciousness ...
So came near the day with all the good love of the message and the love of all love.
In which songs you brought a poem and life in poetry;
You also brought life in the life of a prodigal life, dreams and green dreams.
If you want to become a poet of Arindam, then Sunanda comes in a brave dream, you are in love with your love!