জীবন কী বদলে যায়
নাকি বদলে যায় মানুষ;
অপমানিত ইতিহাস  খুঁজে পায় ইতিহাস
তুমি আমি আমরা সবাই বদলে যাবার মিথ্যা চেষ্টা থাকি অবিরত
এখানে মানুষ হয়ে যায় অপরাজিত ;
বদলে যায় সব
                  চেতনা,
মিথ্যা হয়ে যায় স্বপ্ন।
                      বিশ্বাস,                     আগত প্রজন্ম,
              তুমি আর আমি সবাই
খবর নেবার প্রয়োজন মনে কী করি?
নিদারুণ কষ্টে যারা
কাটায় দিন
আবার তাদের আবার স্বপ্ন বিক্রি হয় বলতে গেলে বিনা পয়সায়!
স্বপ্নময় দিন সত্যিই আসবে
যদি সত্যিটাকে জয় করবার ইচ্ছেটাকেও জয় করা এখন বড় প্রয়োজন।
অবরুদ্ধ থাকে তারুণ্য,
   পড়ে থাকে পতিত জমি।
স্বপ্ন বিক্রি হলে
জয়ী হয় কারা
ভেবে দেখায় হয়তো সময় চলে এসেছে
যদি একটু সুসময় আছে
অপেক্ষায় বিপ্লব
যে বিপ্লব আমাদের দিতে পারে
শুভদিন, শুভসময়
মোটাভাত আর ফসলি জমি।
                 অনাবাদী মাঠের পর মাঠ ফেলে
রেখে অন্ন কি করে জুটবে বলতে পারি কী।।


সম্পাদনা
...............
২২.০৫.২০২০
লালমনিরহাট।