রেলগাড়িতে আজ উঠেছি ঢাকা যাব বলে আমি একা..
যদিও অনেকগুলো চেনামুখ আমার দিকে তাঁকিয়ে ছিলো!
সময় বয়ে চলছিলো সময়ের নিয়ময়ে।
আমি যখন মাঝ পথে হঠাৎ দেখি অচেনা যাত্রী আমাকেই বারবার দেখছিলো!
আমি লুকিয়ে দেখছিলাম মনে হচ্ছে সে কী আমার চেনাজানা? এতো আপন কেন মনে হয়! তাহলে সে কী আমার স্বজন?
কেনইবা এতো আপন মনে হয়...
সময় চলে যাচ্ছিল সময়ের নিয়মে। একসময় আলাপ শুরু হল তাঁর সাথে অজানা অনুভুতিতে নিজেকে আটকিয়ে ফেলছিলাম।


অনেক সুন্দর করে শুরু করলেন তিনি :
একটি সময় মনে হয়নি আমরা দুজন আগে কেউকে দেখেনি কিংবা আপনজনও কেউ নই!
বারবারই মুগ্ধ হচ্ছিলাম। দারুন করে কথা বলেন।
নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করছি আর দেখছি অপরুপ সাজে একজন নারী যে আমাকে অতি আপন করে নিয়েছে।
তাঁর মায়াবী চোখ বাতাসে এলোমেলো চুল....
একটা সময় আমি আমার গন্তব্যের কাছে চলে আসলাম। উনি বললেন আপনি কী এখানেই নামছেন?
আমি কিছু বলবার আগেই ট্রেন এসে থেমে গেলো! আর আমি নেমে পড়লাম!; আমার গন্তব্যে আসছি আর তাঁর কথা ভাবছি...