লুপ্ত হয়ে যায় ভোরের স্বপ্ন যদিও স্বপ্ন দেখে লাভ নেই! এখন আর স্বপ্ন দেখিনা বাস্তবতা মেনে নিয়ে সুখ খুঁজে মিছে চেষ্টা যদি স্বপ্ন নাই থাকে।
যদি বলি লুট করেছো ভোরের স্বপ্ন; শেষরাতের সাহসী স্বপ্নের মতো তুমিও সত্যি হয়ে এসেছিলে কিন্তু এযে বড়ো ভুল! লুটেরারা কি সত্যি হয় ওরাতো লুট করে।
আলো আধারের এই খেলায় পরাজিত হতে চাইনি বিপ্লবী স্পন্দন বুকে প্রেমিক হতে চাইলাম পরম সোহাগে কিন্তু স্বপ্নগুলো চুরি গেলে আর যাই হোক প্রেমিক সেজে মিথ্যে আশা করা ঠিক হয়নি।