তবুও অপেক্ষা একটি স্বপ্নের
একটি বিশ্বাসের শুভময় অনুভূতিতে তুমিও আসবে সেই বিশ্বাসে অপেক্ষা।


তুমিও এসো এই বিবাগী শহরে যে পথের শেষে আমিই তোমার অপেক্ষায় রয়েছি
এসো প্রিয়তমা জীবন জয়ের গানে।


অভিমানী বড্ড বেশি অভিমান তোমার মিছে ভুল বুঝে দূরে সরিয়ে রেখে লাভ কি বলো?
অবিনাশী প্রেমে সঙ্গী হয়ে খুঁজে নাও বিশ্বাস যেখানে পরাজিত হয়নি বিশ্বাস।


ভালোবাসা সবাইকেই অনেক পথ দেখায় আনন্দ উপভোগে
একা থেকে দূরে গেলে অভিমান জয়ী হয় পরাজিত করে স্বপ্ন এবং বিশ্বাসকে।


তবুও অপেক্ষা একটি স্বপ্নের একটি বিশ্বাসের শুভময় অনুভূতি জাগাও প্রিয়তমা
জীবন জয়ের গানে
আমিও জয়ী হতে চেয়ে অপেক্ষা থাকি-
যে অপেক্ষা স্বপ্ন দেখায়
আর আমি সেই অপেক্ষায় আছি।।