অনকটো সময় হেটেছি শুভর্মুহুত উপভোগে
তুমিও এসেছিলে এই পথে প্রগাঢ়ভাবে উপলব্ধি
যদিও হিসেব রাখিনি কতটা সময় হেটেছি দুজন !


সময় ফুড়িয়ে যায় প্রগাঢ় ভালোবাসা নিমিষেই হয়ে যায় হয়তো শেষ!
চলে যায় মাস বছর আর জীবন থেকে সময়।


কতগুলো দিন চলে গেলো জীবনরে সময় থেকে
যদি হিসেব রাখা যেত শুভময় সময় কাছে পেত সব
যদি সময়কে বেঁধে রাখা যেত
তবে কি থমকে যেত জীবন?
জীবন কি আর থেমে থাকে।


মানুষের চাওয়া পাওয়ার কোন শেষ নেই
জীবনকে যদি  বদলানো যেত
এই পথচলা উপভোগে জীবন থেকে জীবনে !
অনকটা সময় হেটেছি  শুভর্মুহুত উপভোগে
তুমিও এসেছিলে এই পথে প্রগাঢ় উপলব্ধিতে।


অনেকটা  সময় হেটেছি শুভমূহুর্ত  উপভোগে
তুমিও  এসেছিলে এই পথে প্রগাঢ়ভাবে উপলব্ধি
যদিও হিসেব রাখিনি কতটা সময় হেটেছি দুজন!


নদীর মত আমাদের জীবন
আসে প্রেমপ্রীতি জাগে ইচ্ছা মনের কোনে
তবুও পথ এর যেন শেষ নেই
অবিরাম এই পথ চলা থেমে থেমে স্বপ্নের জালে
নিজেকে আবদ্ধ করা আবার নতুন স্বপ্নের পথে ছুটে চলা।


ছুটে চলে যায় সময়, চলে যায় জীবন আর এভাবেই শেষ হয়
এই জীবনের পথ চলা...
অনকটো সময় হেটেছি শুভমূহুর্ত   উপভোগে
তুমিও এসেছিলে এই পথে প্রগাঢ়ভাবে উপলব্দিতে
যদিও হিসেব রাখিনি কতটা সময় হেটেছি দুজন !



----------
সম্পাদনা
সুন্দরম
গোশালা রোড,
লালমনিরহা।


১৫.০৯.২০২০