আমি কি তোমাকে বলেছি নীলাঞ্জনা
তোমার সুখের দিনে সঙ্গি হতে চাই?
জীবনের এই বাস্তবতায় তোমাকে ছোঁয়ার স্পর্ধা আমার হবে?
তবুও মানুষ স্বপ্ন দেখতে চায়,
চায় প্রিয়জনের আলিঙ্গন
এখন মধ্যরাত চারদিক একেবারেই স্তব্ধ
মধ্যরাতেও জাগিয়ে রাখে তোমার ভালোবাসা।
ভালোবাসা সে এক অবিনাশী পাওয়া যার কোন শেষ নেই, প্রেম এবং প্রেমময় ভুবনে যখন আহবান করে মানুষ তখন একটা স্বপ্ন দেখে মন অবিরাম সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষায়।
আমিতো সারারাত তোমায় জন্য ভেবেছি কিন্তু তুমি তখন গভীর ঘুমে আছন্ন ছিলে!
কতনা মিছে চেষ্টা তোমাকে জাগাতে; আমার আহবাণ তোমার হৃদয় অবদি পৌঁছলো না
আর আশাহত হতে হতে ফিরতে চাইলাম আমার অন্ধকার ঘরে-
কিন্তু ফিরতে পেরেছি কি?