তবুও অপেক্ষা তবুও স্বপ্ন দেখা, অপেক্ষা স্বপ্ন দেখায় তবে আর কত অপেক্ষা? অপেক্ষায় থেকেছি দিন থেকে রাত আর দেখেছি অবিনাশী স্বপ্ন, একটা শুভদিন আসবে একটা দারুণ খবর বদলে দেবে সব সেই বিশ্বাসে স্বপ্ন দেখা।


পরাজয় মেনে নিতে কারবা ভালো লাগে! যে স্বপ্ন দেখিয়ে এতদিন অপেক্ষায় রেখোছো বলেছিলে অপেক্ষা করো জয় নিশ্চয়ই আসবে; কতদিন তৈরি হয়েছি জয়ী হবে তুমি আর আমি সেই জয়কে উপলক্ষ করে আনন্দ উৎসবে ভাসিয়ে দেব চারপাশ করবো অনিন্দ্য আয়োজন।


যখন স্বপ্নগুলো সত্যি হবে তখন নিশ্চয়ই তুমি জয়ী হয়ে ফিরবে অংশ নেবে এই আনন্দ আয়োজনে আর স্বপ্ন হবে সত্যি, অপেক্ষা স্বপ্ন দেখায়
তবুও অপেক্ষা তবুও স্বপ্ন দেখা আর এই নিয়েইতো জীবন, অবিরাম জীবন জয়ের গানে তবুও অপেক্ষা তবুও স্বপ্ন দেখা।