তবুও স্বপ্ন দেখতে ইচ্ছে করে
একটা প্রগাঢ় স্বপ্ন
ঠিক শেষ রাতের সাহসী স্বপ্নের মতো
স্বপ্ন এবং বাস্তবতা মাঝে জয়ী চাই
যে স্বপ্নের পথে তুমিও এগিয়ে এসো।


তবুও একটা স্বপ্ন দেখতে চাই
জীবন জয়ের গানে প্রান্তিক মানুষ স্বপ্ন মতো
সহজ সরল মানুষগুলোকে পাশে নিয়ে দিনবদলের প্রান্তিক কৃষকদের সাথে যুক্ত থেকে
সোনালী ফসলের মাঠ জুড়ে কৃষাণী হাসিমাখা মুখে যে স্বপ্ন রোপিত ছিল সুখ ছুয়ে দেখার অনবদ্য ইচ্ছা জেগে উঠে
সেই প্রগাঢ় স্বপ্ন দেখে যেতে চাই নিদারুণ সব কষ্ট ভুলে।


তবুও স্বপ্ন দেখতে ইচ্ছে করে
শ্রমিক বেশে মাঠে ময়দানে কঠোর পরিশ্রম করে অনাবিল সুখের ঘুম ঘুমিয়ে সেই শ্রমিক যে স্বপ্ন দেখে
সেরকম স্বপ্ন দেখতে চাই।


একটা স্বপ্ন দেখতে চাই বিপ্লব স্পন্দিত বুকে
বিপ্লবী সাহসী মানুষের মতো করে
শেষ রাতের সাহসী স্বপ্নের মতো স্বপ্ন দেখতে চাই
স্বপ্ন এবং বিশ্বাসের পথে এখনো জেগে থাকে চিরনতুন গানে প্রান্তিক মানুষ স্বপ্ন দেখে নিদারুণ সব কষ্ট ভুলে
সত্যিই বলছি নীলাঞ্জনা
একটা স্বপ্ন দেখতে চাই
যে স্বপ্ন রোপিত হয়েছিল
প্রেম ভালোবাসা বিশ্বাসের পথে
মাটি আর মানুষের মতো মিশে
জয় করতে তোমাকে।