নীলাঞ্জনা
আকাশ ছুঁয়ে দেখার ইচ্ছা এখন আর নেই! কিন্তু তোমাকে ছুঁয়ে দেখার অনবদ্য ইচ্ছা এখনো আছে, যা উপলব্ধি করি বারবার।


যদি ছুঁয়ে দেই শরীর ছুঁয়ে দেই গ্রীবা যদি প্রশান্তি আসে আসুক না
রক্তের প্রগাঢ়তা খুঁজে দেখুক আজ শরীর।


আলোকিত জ্যোৎস্না খুঁজে প্লাবিত হোক দুজন
আকাশ ছুঁয়ে দেখার অনবদ্য ইচ্ছা যদিও নেই কিন্তু তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছা তবুও থাকে অবিরত।