লুকায়িত কামনায়
তোমারি স্পর্শমাখা স্মৃতি মুখোর
গাঢ় নিঃশ্বাসের শব্দরা কাঁপায় হৃৎপিণ্ড
এ যেন ঝড় কালবৈশাখি।


রক্ত দেখে বেদনাহত
তবুও তুমি সুপুরুষ
কি আজব ব্যাপার
এখানে সত্যিই বড়ো বিচিত্র দৃশ্যের,
লোভী মানুষ
সুপুরুষ হয় কি করে?


টাকা দিয়ে আর যাই হোকনা কেন
রক্তমাংসের স্বাদে মক্ত তুমি
ক্ষনিকের সুখের উল্লাসে
তবুও তোমরা সুপুরুষ!


রক্তক্ষরণ হয় দুঃস্বপ্নের রাতে
পরাভূত সোহাগী প্রেম
জয়ি হয় প্রগাঢ়ভাবে কামসখ
আজ নিশ্চয়ই তুমি অতিথিরূপ দেখাও
যদিও তুমি আজ প্রথম স্পর্শের সঙ্গি নও!


মাঝখানে রাত ব্যবধানে আসে দিন
একটু সহানুভূতি বদলিয়ে দেবে সমাজ
নির্ধারিত ভাষণে
কি আজব ভাষন
তবুও তুমিই সুপুরুষ।


প্রেমিক হতে চাইলেও তুমি প্রেমিক নও
আর আমিও এই ক্ষনিকের প্রেমিকা নই।


সামান্য টাকা এখানে সুপুরুষের মতো জ্বল জ্বল করে উঠে জ্বলজ্বলন্ত কিনে নাও প্রেম আর তোমার সুপুরুষত্ব দেখাতে।


----------------
সম্পাদনা
সুন্দরম
একটি সৃজনশীল শিল্পমাধ্যম    
গোশালা রোড, লালমনিরহাট।    
লালমনিরহাট ১৯.০৯.২০২০