অপেক্ষা
তোমার অপেক্ষায়
বাংলাদেশ!
যদি ফিরে এসো দেখো তোমার মা
এই দুখি বাংলা মা।
তোমার উপস্থিতি নিশ্চয়ই দেখাবে একটা প্রগাঢ় স্বপ্ন
স্বপ্নিল রাতে
তারার মিতালী,
তুমি যেদিন আসবে এই বাংলায়-
আমরা বরণ করবো ভরা জ্যোৎস্নায়
তুমিই নিশ্চয়ই হবে সেদিন সিক্ত প্রগাঢ় জ্যোৎস্নার প্লাবনে।
রাতজাগা কোকিল শোবাবে গান
বিরহী নয়
নয় উদাসী সুরে
আনন্দচিত্তে ফিড়িয়ে আনবে সেই কোকিল ভালোবাসাময় চিরবসন্ত
ছুঁয়ে দেবে তোমায়।
অপেক্ষা
তোমার অপেক্ষায়
বাংলাদেশ!
তুমি কবি আমাদের চেতনার
একটা বিপ্লবের একটা প্রগাঢ় স্বপ্নের
এই সময়ে গোটা দেশটাই অপেক্ষায়
যদি তুমি আসতে
যদি ফোটাতে ফুলে
মননে-সৃজনে
আর সদা জাগ্রত চেতনার।
অপেক্ষা
তোমার অপেক্ষায়
বাংলাদেশ!
চেতনার পঁচন হলে শেষ প্রান্তে চলে যায় মানবতা
থেমে যায় প্রগতি
নষ্ট হয় মনুষ্যত্ব
নষ্ট হয় মানুষ আর
নষ্ট সমাজসংসার।
অপেক্ষা
তোমার অপেক্ষায়
বাংলাদেশ!



.....................
সাপটানা সড়ক, বাহাদুর মোড়,
লালমনিরহাট -৫৫০০