বিচলিত চেহারায় বসে থাকে
শরতের মেঘে খুঁজে ফেরে আপনজন
সময়কে করে উপভোগ
এখানে বসে ভাবুক চেহারায়
জীবনের গানে জয় আসে কি?
অনন্তকাল অপেক্ষা করে
যদি জয়ী হত জীবন
অবিরাম ভালোবাসা
একটু ছুঁয়ে দেখার অনবদ্য ইচ্ছা...
যদি ক্ষয়ে যায় তবে জয়ী হলে
লজ্জিত পরাজয় মেনে নিবে আপন সময়।
মানবতার প্রেমে এসো প্রানপ্রিয়
এখানে কেউ পর নেই আছে স্বজন চির আপন
জয় কর হে অবিনাশী প্রেমে
তোমার অস্তিত্ব খুঁজে দেখ হে মহারাণী।