এই বিবাগী শহরে
তোমার প্রেমের নিমন্ত্রণে এসেছি নীলাঞ্জনা হে দেবী হে মহারাণী!
বিবাগী রূপে পুড়ে যায় চাঁদ পুড়ে প্রেমিক পুরুষ
তবুও তোমার শহরে তোমার নিমন্ত্রণে।
তোমার নিমন্ত্রণ শত বাধা কত শত পথ পেড়িয়ে এসেছি নীলাঞ্জনা
হে দেবী হে মহারাণী।
প্রেমের অপার সৌন্দর্যে কি করে ভুলে যায় প্রেমিকা তুমি
আমি কবি তোমাকে আবিষ্কার করেছি কবিতা রূপে।
এই বিবাগী শহরে তোমার নিমন্ত্রণে
কবিতার শুদ্ধ উচ্চারণ ধুলিমাখা দীর্ঘ পথে-
খ্যাপা বাউল গানে প্রান্তিক মানুষ স্বপ্ন দেখে নিদারুণ কষ্ট ভুলে।
এই বিবাগী শহরে
তোমার প্রেমের নিমন্ত্রণে এসেছি নীলাঞ্জনা হে দেবী হে মহারাণী!
আমার কোন প্রতিপক্ষ নেই
নেই কোন পক্ষ!
তোমার পক্ষগুলো যখন প্রতিপক্ষ হয়ে ঘিরে দাঁড়িয়ে থাকা কালো অন্ধকারে -
একাই উঁচু পাহাড় ডিঙিয়ে মিত্রতার সম্পর্ক স্থাপনে
এসেছি নীলাঞ্জনা তোমার এই বিবাগী শহরে।



---_---------------_
২৮.০২.২০২১
সাপটানা সড়ক বাহাদুর মোড়
লালমনিরহাট।