তোমার চোখের দিকে
তাকালেই হৃদস্পদন বেড়ে যায়;
রাতে ঘুমাতে পারিনা।
আকাশের দিকে তাঁকিয়ে থাকি...
কিন্তু চাঁদেও কেন জানি তোমার মুখটাই ভেসে ওঠে
হয়ে যাই আনন্দিত !
তোমার প্রিয় কবি।
কবিতারা আসে রাতের নিস্তব্ধতা ভুলিয়ে,
মনের পাতায় লিখি হাজারো কবিতা।
কবি হতে চায়নি তোমার অরিন্দম;
কবিতার প্রেমে নাকি থাকে অনন্ত কষ্ট
ডোবে নিশি চাঁদের আলোর অবগাহনে।
তুমিই কবিতা; সৃজনে মননে আর প্রেমময় বসন্তে।
এখানে পরাজিত কবি ও তার কবিতা।
ভালোবাসা, এ এক অনন্ত বিশ্বাস।
এখানে পরাজয় ভেবে নিলেও,
আসলে জয়ী কবি ও কবিতা।
ভালোবাসায় যদি পরাজিত হয়ে না থাকো
যদি জয় করো জীবনানন্দ..
জয়ী তখন চারপাশ।



..................


সাপটানা বাজার
লালমনিরহাট।
০৫.০৬.২০২০