তোমার জন্য জয় করেছি
একটি স্বপ্নিল রাত
যে রাতে স্বপ্ন দেখেছিল কবি
তোমার দেয়া স্বপ্ন।


জীবন জয়ের গান গেয়ে
কবিতাকে আবিষ্কার করেছিল কবি,
কবিতাকে পরম ভালোবেসে।


এসো প্রিয়তমা জীবন জয়ের গানে
মুক্তির চির আনন্দে
যেখানে মানুষ গান গায় সাম্যের
মানবতার মুক্তির গান।


তুমিও এসো নীলাঞ্জনা
এই গানে, মেলাও সুর
চিরনতুনের গানে।


স্বপ্নের কোন শেষ নেই
হে দেবী নীলাঞ্জনা
কোথাও নেই কবি ও কবিতার
মিলিত ভালোবাসা
তোমাকে উপলব্ধি করেছে কবি
কবিতার প্রগাঢ়তা খুঁজে।


জয় করতে তোমাকে আর
অবিনাশী কবিতাকে।
কি দারুণ প্রেম
অবিনাশী কবিতার
যেখান জয় আসে নিদারুণ কষ্ট ভুলে
অভিমানী মুখ লুকিয়ে যায় চাঁদ।


এই পথ
যে পথের শেষ প্রান্তে অপেক্ষায় প্রেয়সীর অভিমানী মুখ নয়
নয় অবিশ্বাস
তবুও এগিয়ে যাবে দেশ মানুষ সমাজ-সংসার
মুক্তি পাক মানুষ, প্রকৃতি এবং সমস্ত অন্ধকার।


আসুক আলো ঘুচাক অন্ধকার।।