তোমার কোন তুলনা নেই মহারাণী
অসাধারণ তুমি যেন অবিনাশী কবিতা।


তোমার চোখের দিকে তাকিয়ে সমুদ্র দেখে কবি ও কবিতা
মুখের দিকে তাকিয়ে প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত হয়ে যায়নি কবি।


অনিন্দ্য সুন্দরে তুমি নীলাঞ্জনা যার নীল আঁচলে লুকিয়ে মুখ কবিতার মতো
অনাবিল আনন্দে বিমোহিত প্রেমিক পুরুষ।


কখনো তুমি সুনন্দিতা অরিন্দমের
চিরসবুজ নায়িকা
যার হাসিতে লুকিয়ে থাকে
প্রাণের উচ্ছ্বাসঅনিন্দ্য আয়োজনে।


তুমিতো অবিনাশী কবিতা
যার প্রগাঢ়তা খুঁজে পরাজিত করি
অভিমান করে লুকিয়ে থাকলে
কষ্ট অনুভব করে কবি কবিতা।


আর অভিমান নয় কোন অভিযোগ
অনুরাগী থেকে জয়ী হবে কোন স্বপ্ন
ভেবে দেখো হে দেবী হে মহারাণী?
তোমাকে উপলব্ধি করো সৃজনে মননে।


আনন্দ হাসিগানে জীবনের জয়গানে
তুমিও স্বপ্নের সারথি
হে দেবী হে প্রিয়তমা
লুকিয়ে থাকা বসন্ত হলে
জীবনের শুভমুহুর্ত উপভোগ করা যায় কি!