তোমার মতো করে ভেবে দেখতে পারলাম কই?
সব কিছু তুমিই সিদ্ধান্ত নিয়েছিলে তোমার মতো করে
এখানে আমি শুধু তোমার সিদ্ধান্ত মেনে নিয়ে ছিলাম!
স্বপ্ন দেখিয়ে ছিল
আমিও সেই স্বপ্নের পথে হেঁটে যেতে চেয়েছি কোন কিছু না ভেবে।
তোমার মতো করে ভেবে দেখতে পারলাম কই?
অবিনাশী স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখতে চেয়ে
তাহলে তুমি কোন স্বপ্ন দেখিয়েছিলে?
আজ না হয় প্রশ্ন করি
সে উত্তর দিবে কি?
প্রশ্নের জন্ম হয় প্রতিমুহূর্তে সেই উত্তর জানা নেই।
এখন আর স্বপ্ন দেখিনা কারণ
দুঃস্বপ্ন ঘিরে দাঁড়িয়ে আছে সবখানে
আলো নেই, নেই তুমিও;
তোমার মতো করে ভেবে দেখতে পারলাম কই?