তোমার মতো করে ভেবে দেখতে পারলাম আর কই;
জীবনতো চলে
যায় দিন দিন গুনে
স্বপ্ন আর স্বপ্নের মতো।
তোমার কবিতা পাঠের কবিতারা
এখনো স্বপ্ন দেখায় আনন্দ বেদনায়
সময়কে উপভোগে।
সব বাধা পেরিয়ে তুমিও এসো নীলাঞ্জনা
হে দেবী।
শেষ রাতের সাহসী স্বপ্নের মতো
তুমি জয় করো পরম সুখে কিংবা দুখে জয় করো চির আপকে।
তোমার মতো করে ভেবে দেখতে পারলাম কই বলো
স্বপ্ন এবং বাস্তবতা মাঝে নিজেকে সঁপে দিতে চাইলাম
জীবনের শুভমুহুর্ত উপভোগ তুমি আসবে বলে।
সব ভুলে গেলে অভিমানী মুখ লুকিয়ে থাক নিদারুণ কষ্টে।
তুমি অভিমানী বড্ড বেশি অভিমান তোমার
সব ভুলে গেলে পরাজিত হয় মানুষ প্রেমিক পুরুষ একজন কবি আর তোমার প্রিয়তম।
যদিও তোমার উপস্থিত চোখ বন্ধ করলেই টেই পায় কবিতার শরীর
যার ভাজে ভাজে শুধুই জয় গান
কবি ও কবিতার শুদ্ধ উচ্চারণে।।



____________
২১.০২.২০২১
সুন্দরম
গোশালা রোড
লালমনিরহাট।