তোমার নীলাভ আলো এখনো স্বপ্নের মতো
যদি কাল বৈশাখী ঝড় লণ্ডভণ্ড করছো সমস্ত;
এ কথা বলেবেনা কোন মানুষ,
কোন বিপ্লবী প্রেমিক পুরুষ।


কবিতার প্রগাঢ়তা খুঁজে পাওয়া যায়
কবির লুকিয়ে থাকা
সুখ দুঃখ আনন্দ বেদনা কিংবা
জীবন জয়ের গান
কবি ও কবিতা
সম্মিলিত উচ্চারণ
যেখানে জয় হয় সংগ্রাম
জয়ী হয় মানবতা।


মানুষ স্বপ্ন দেখে সে হউক না
অবিনাশী স্বপ্ন
যে স্বপ্নের পথে এগিয়ে যায়
একজন মানুষ একজন প্রেমিক পুরুষ।
কবিতা প্রগাঢ়তা খুঁজে যে তোমাকেই আবিষ্কার করেছিল পরম সুখে কিংবা দুখে।


বিপ্লবী সাহসী মানুষ তোমার দেয়া স্বপ্ন নিয়ে এখনো জেগে থাকে রাতজাগা পাখির মতো।
তুমিও বিপ্লবী হও
হে অবিনাশী হে দেবী;
প্রকম্পিত করো গ্রাম থেকে শহর রক্তে কেনা এই বাংলা,
যার রক্তের স্রোত  এখনো বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা নদীর জলে।


তুমিও বিপ্লবী সাহসী মানুষ
তেজ দৃপ্ত হও
এগিয়ে এসো সংগ্রামে
মানুষ বাঁচলে বাঁচবে মানুষ।


মুক্তির বার্তা ছড়িয়ে দাও গ্রাম থেকে শহরে
মানুষের কাছে মানুষ হতে বিপ্লব চাই বিপ্লব।


জয় করো মানুষ জয় করো
কবি ও কবিতাকে
তুমি সংগ্রামী
মুক্তির চির আনন্দে জয়ী হও
সংগ্রামই সত্যি সংগ্রামই সুন্দর।