দাঁড়াও একটু পেছন ফিরে দেখো
শুনতে পাচ্ছো?
চেয়ে দেখো এখানে কেউ আছে তোমার অপেক্ষায়!
একটু দাঁড়াও পেছনে ফিরে দেখো।
অপেক্ষায় ছিল প্রান্তিক মানুষ যারা পিছিয়ে পড়ে ছিল এতোকাল  জীবন যুদ্ধে পরাজয় মানেনি বলে এখানে তোমার জন্য অপেক্ষা,
তুমিই দেখিয়েছিলে আলো যে আলোর মাঝে লুকিয়ে ছিল বিপ্লব সাম্যের চির আনন্দে-
মুক্তির চির আনন্দে জয়ী হতে প্রান্তিক মানুষ যারা শ্রম আর পরিশ্রমকে জয় করে অবিনাশী স্বপ্নকে ধারণ করেছিল জীবনের শুভমুহুর্ত উপভোগে।
তুমিতো দেখিয়েছিলে পথ সংগ্রামে বিপ্লবে
সাম্যের গানে জাগিয়ে তুলতে তোমার জন্য নিরন্তর অপেক্ষা
দেখো চেয়ে দেখো এখানে কেউ পরাজিত হতে নয় মুক্তি এবং সংগ্রাম এখানে দারুণ ভাবে এক হয়ে সামিল হয়েছে।
তুমি যখন এসেছো হে বিপ্লবী সাহসী মানুষ থেকে যাও এই নগরে এই গ্রামে
তুমিই দেখিয়েছিলে আলো যে আলোর মাঝে লুকিয়ে আছে বিপ্লব একটা সাম্য এবং প্রগতির ঝান্ডা উড়িয়ে পরিবর্তন করতে এই পিছিয়ে পড়া সমাজের।