পরাজিত হলাম
অসাধারণ কিছু খুঁজতে গিয়ে, আকাশ চেয়েছি যার শেষ বিকেলটা হবে আমাদের লোকালয় থেকে অনেক দূরে একটা শান্তিময় আকাশ।
অনুযোগ নয় নয় অভিযোগ সোনালী সূর্যটার আলো মেখে তেজোদৃপ্ত হয়ে খুঁজে অনিন্দ্যসুন্দরে এই আকাশ শুধু একার যদিও তোমায় দেবো অর্ধেক তবে ভাগ করতে নয়।
অসাধারণ কিছু খুঁজে ক্লান্ত হতে নেই প্রগাঢ় আহবান অবিনাশী প্রেম লুকায়িত ইচ্ছা সব কিছু একার এখানে সবার প্রাপ্তি থাকে নশ্বর।
পরাজিত হলে জয়ী হতে ভালোবাসা অসাধারণ কিছু খুঁজে চেয়ে আকাশে দিকে তবুও আকাশটা হবে একান্তভাবে নিজের যদিও এখান তোমারও ভাগ থাকবে।