রবীন্দ্র সংগীত শিল্পী "মুক্তি প্রসাদ"কে


অনেক দিন তোর গান শুনিনা
দেখিওনা অনেক দিন
তুই যদিও ভুলে যাসনি আমাদের
সেটা আমি জানি।
দেশ থেকে অনেক দূরে প্রবাসী হয়ে
এখনো গানে প্রাণ আনিস
এটা ভেবেই আমি হয়ে যাই আনন্দিত।
জীবন জয়ের গানে তুইও সামিল হয়েছিস প্রবাসে
তবে দেশেরটানে মাটিরটানে এখনো
দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা
তুই যে অনুভব করিস প্রবাসে
তরুণ প্রজন্মের দেশপ্রেমী করে তুলবে
আমিও তা অনুভব করছি বারংবার।
তাইতো আমি তোর সাথে সুর মিলিয়ে বলতে চাই
" মাতৃভূমির গানে প্রবাসেও প্রাণ আনে"।
দূরে থাকলেও দেশের কথা আমাদের
পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী কথা
তুই যে গভীর ভাবে ভাবিস তার জন্য
তোর প্রতি ভালোলাগা এসে ভর করে হৃদয়ে।
সত্যিই কবিগুরুর গানে তুই হলি অসাধারণ
মুগ্ধ হয়ে যায় দেশের মানুষ আর দেশের প্রতি ভালোবাসা জাগায় প্রবাসে।