কতগুলো দিন আর মাস দেখতে দেখতে চলে গেল সব কি আর হিসেব রাখা যায়;
যায় দিন অন্যরকম অন্য আমেজে
ফেলে আসা দিন অন্যরকম
মানুষ হিসেবে ধাবিত হই চিরন্তনের দিকে একটু করে শেষ হয় জাগতিক নিয়মে যেখানে যেতে হবে অবধারিত নিয়মে।
এই জীবন এই হাসিমাখ দিন দুঃখ আর সুখে
কিংবা হেঁটে হেঁটে পরি দেই জীবন নদী
কোথাও জল একটু! কোথাও অথৈ  
জানি এভাবেইই যেতে হয়...
ছুটে যাই অবিরাম।
আমার অনুভুতি আজ তোমাদের মতোই
আমার স্বপ্নও ঠিক তাই যেদিন প্রথম স্পর্শ ছুয়ে যাওয়া মনে তুমি প্রথম অতিথি যে সারদ সন্ধ্যায় বুকে লিখেছিলে ভালোবাসা।
হয়তো প্রগাঢ় অনুভুতিগুলো পরাজিত করেছিল শুভময়তায় জীবন যেখান জীবনের গান গেয়ে উঠেছিলাম, দুজন তুমি আর আমি।
কতগুলো দিন আর মাস দেখতে দেখতে চলে গেল সব কি আর হিসেব রাখা যায়;