(প্রিয়জন রিপা বিশ্বাসকে নিবেদন)  


দীপান্বিতা-
ফিরে এসো প্রিয়তম এই সবুজ প্রান্তরে-
চিরচেনা তোমার সেই গাঁয়ে
যেখান অপেক্ষা থাকে
তোমারই চির আপনজন যতটুকু পার দিয়ে দাও তোমার অস্তিত্ব জুড়ে আমাদের অবস্থান
সেই তুমি যার অপেক্ষায় প্রান্তিক মানুষ যারা জীবনের শুভমুহুর্ত উপভোগের আনন্দ আয়োজন করেছিল।


দীপান্বিতা-
তুমি ফিরে এসো তোমার আগের অবস্থানে
লুকিয়ে অমাবস্যার অন্ধকারে
তোমার শিল্পিত উপাস্থাপন,
যে রাতে নীলামায় এখনো চাঁদ খেলা করে ধানের শীষের উপর
কৃষাণীর অনিন্দ্য প্রকাশ পায় কৃষকের আনন্দে
সেই মায়াময় গ্রামে ফিরে এসো।


দীপান্বিতা-
আমাদের বিনম্র ভালোবাসা পিতামাতার
উত্তরাধিকার সূত্রেই
প্রবাহিত হতে থাকে ধমনিতে-
বইছে বিস্তীর্ণ নদীখাতের মাঝমধ্যিখান সেখানেও তোমার অস্তিত্ব জুড়ে থাকে
পাখির পালক ছড়িয়ে
আহবান করে তোমাকে
তুমি ফিরে এসো
এই জনপদে পাখিদের মতোই মিলনমেলায়।