তুমি ফিরে এসো নীলাঞ্জনা
ফিরে এসো তোমার চিরচেনা গ্রামে
তোমার জন্যই অপেক্ষায়
সেই প্রেমিক পুরুষ
যাকে ভালোবেসে স্বপ্ন দেখতে শিখিয়ে ছিলে জীবন জয়ের গানে।
তুমি ফিরে এসো নীলাঞ্জনা
প্রান্তিক মানুষগুলো তোমার অপেক্ষায় আছে তোমার সেই চিরচেনা গ্রামে,
তুমি ফিরে এসো।
স্বপ্ন এবং বাস্তবতা মাঝে নিজেকে আবিষ্কার কর তুমি ফিরে এসো নীলাঞ্জনা,
কবিতার শুদ্ধ উচ্চারণ করে যে কবিতা লিখেছিল কবি সেতো তোমারই জয়গানে।
অপেক্ষা তোমার জন্য
মাধুরীমাখা অনুভূতি নিয়ে সেই কবি তোমার অপেক্ষায়।
তোমাকেই ভীষণ প্রয়োজন কবিতার প্রগাঢ়তা খুঁজে দেখো যেখানে কবির অবিনাশী প্রেম আর প্রীতিতে তোমারই জয়গান গেয়েছে সেই প্রেমিক পুরুষ সেই।
তুমি ফিরে এসো নীলাঞ্জনা।