একা ছিলেম ভালোইতো স্বপ্ন যদি দেখাবে তবে কেন দুঃস্বপ্ন দেখালে?
তোমার মতো করে সব মেনে নিয়েছিলুম তুমি যা চেয়েছিলে!
তুমি এভাবে কেন দুঃস্বপ্ন দেখালে
যা এখন ঝড় হয়ে এলে জীবনে।
যা ছিলো অতি বড়ো অভিনয়
এটা যে তুমি ভালো পারো তা যদি বুঝতাম;
যখন রাতজাগা পাখির মতো কবিতার প্রগাঢ়তা খুঁজে দেখতে চেয়েছিলুম তখন বলেছিলে থাকবে পাশে আমার মতো করে!
সময় যে চলে যায় নিভে যায় চাঁদের আলো
এখন অমাবস্যা ঘিরে দাঁড়িয়ে আছে সবখানে।